`ক্ষতিপূরণ ও পুনর্বাসন বিষয়ে বিজিবির সংবাদ সম্মেলনে দেয়া আলোচনার প্রস্তাবকে ইতিবাচক’

প্রেস বিজ্ঞপ্তি:

দীঘিনালা ভূমি রক্ষা কমিটি আজ ২০ এপ্রিল ২০১৫ শুক্রবার এক বিবৃতিতে খাগড়াছড়ির দীঘিনালায় বিজিবি ৫১ ব্যাটালিয়নের সদর দপ্তর স্থাপনের নামে অবৈধ ভূমি অধিগ্রহণ ও এর সদর দপ্তর অন্যত্র নির্মাণের দাবিতে চলমান গণ আন্দোলন সম্পর্কে বিজিবি খাগড়াছড়ি সেক্টরের অপপ্রচারণার প্রতিবাদ জানিয়েছে।

ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক পরিতোষ চাকমা ও সদস্য সচিব ধর্ম জ্যোতি চাকমা সংবাদ মাধ্যমে দেয়া উক্ত বিবৃতিতে উচ্ছেদ হওয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ ও পুনর্বাসন বিষয়ে বিজিবির সংবাদ সম্মেলনে দেয়া আলোচনার প্রস্তাবকে ইতিবাচক আখ্যায়িত করে বলেন, ‘তবে ভারত প্রত্যাগত এই সব দরিদ্র শরণার্থী পরিবারগুলোকে তাদের জমি ফিরিয়ে দিয়ে ক্ষতিপূরণসহ পুনর্বাসন করতে হবে।’

নেতৃবৃন্দ বিজিবির ৫১ ব্যাটালিয়ন সদর দপ্তরের জন্য স্থান নির্বাচনের ব্যাপারে প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবি সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠনের প্রস্তাব দিয়ে বলেন, ‘বিজিবির ৫১ ব্যাটালিয়নের অন্যত্র তাদের সদর দপ্তর নির্মাণের সুযোগ আছে, কিন্তু উচ্ছেদ হওয়া ভারত প্রত্যাগত ২১ পরিবারের অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, উচ্ছেদ হওয়ার পর তারা এখন নিজ দেশে পরবাসীর মতো মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন।’

‘বাবুছড়া হতে ৫১ বিজিবি ব্যাটালিয়ন প্রত্যাহার করা কোন আন্দোলনের ইস্যু হতে পারে না’ মর্মে বিজিবি খাগড়াছড়ি সেক্টর কমান্ডারের বক্তব্যের সমালোচনা করে তারা বলেন, ‘বিজিবির কাছে এটা সে রকম মনে হতে পারে, কিন্তু বার বার উচ্ছেদ হওয়া ২১ পরিবারের কাছে জমি হারানোর বিষয়টি একটি জীবন মরণের সমস্যা, এটা তাদের জন্য বড় একটি ইস্যু।’

ভূমি রক্ষা কমিটির নেতৃবৃন্দ প্রশ্ন করে বলেন, ‘বিজিবি সমতল জেলায় স্থানীয় জনগণের প্রবল বাধা ও আন্দোলনের মুখে অর্থাৎ জনমতের চাপে নির্ধারিত স্থানে ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপন বন্ধ করতে বাধ্য হলে, দীঘিনালার ক্ষেত্রে জনমতের প্রতি শ্রদ্ধাশীল হবেন না কেন?’

স্থানীয় জনগণের সাথে বৈরীতা করে কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তার কাজে সফল হতে পারে না মন্তব্য করে তারা বলেন ‘এ দেশ কেবল বিজিবির নয় এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বও কেবল তাদের নয়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য অবশ্যই দেশের আপামর জনগণকে সম্পৃক্ত করতে হবে। আর এ জন্য দরকার তাদের সাথে সদ্ভাব ও সুসম্পর্ক।’

বিবৃতিতে তারা বিজিবিকে জনমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শ দেন এবং অবিলম্বে উচ্ছেদ হওয়া ২১ পরিবারের কাছে তাদের নিজ জমি ফিরিয়ে দিয়ে ক্ষতিপূরণসহ পুনর্বাসন, বিজিবির ৫১ ব্যাটালিয়ন সদর দপ্তরের স্থান অন্যত্র নির্বাচন, উচ্ছেদ হওয়া ব্যক্তিগণসহ দীঘিনালাবাসীর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও আটককৃতদের নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি পুনর্ব্যক্ত করেন।

তারা বলেন, তাদের এই দাবি ন্যায্য ও যুক্তিসঙ্গত এবং তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন