খাগড়াছড়িতে কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন

fec-image

খাগড়াছড়িতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

রোববার ( ৮ জানুয়ারি) দুপুরে নয়মাইল ত্রিপুরা পাড়া এলাকায় রুরাল পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেম প্রকল্পের উদ্বোধন করেন ভারত প্রত্যগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিতমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদের জনস্বাস্থ্য প্রকৌশল আধিদপ্তরের আহ্বায়ক কমিটির সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল ও খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল আধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেবেকা আহসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।ৎ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় এক কোটি টাকা ব্যয়ে ২০ হাজার লিটার ধারণ ক্ষমতার একটি জলাধারের মাধ্যমে ৭ হাজার ৭শ ৮৫ মিটার সংযোগের মাধ্যমে ৯ মাইল এলাকার ২শ ৫০ পরিবারকে বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করেছে।

পরে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পক্ষ থেকে ঠিকাদারদের সহায়তায় ৩ শতাধিক স্থানীয় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, পানি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন