খাগড়াছড়িতে বাকিতে পণ্য দিচ্ছে বিদ্যানন্দ

fec-image

“যা প্রয়োজন এখন বাকিতে নিন, পরে সামর্থ্য হলে অন্য কোন অভাবীকে ফেরত দিন” এ স্লোগানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে “বাকির হাট ” নামে সুপারশপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে এ বাকির হাট নামে সুপারশপের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

এ সুপারশপে ২৭টি ধরনের নিত্যপণ্য স্থান পায়। অসহায় মানুষ ৬০০ টাকার পছন্দের পণ্য সম্পূর্ণ বাকিতে বাছাই করে নেন।

এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল হক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট এসোসিয়েশনেরসাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য মোহাম্মদ জামাল উদ্দিনসহ বিভিন্ন ব্রাঞ্চের স্বেচ্ছাসেবকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সাম্প্রতিক পাহাড়ি বন্যায় খাগড়াছড়ির জনসাধরণের ক্ষয়ক্ষতি বিবেচনা নিয়ে এ ব্যতিক্রম ধর্মী সুপারশপের আয়োজন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, বিদ্যানন্দ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন