চকরিয়ায় বঙ্গবন্ধু সাফারি পার্কে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

fec-image

কক্সবাজারের চকরিয়ায় ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মোহাম্মদ ইউনুছ (৫০) নামে এক নির্মাণ শ্রমিক ছাদ ধসে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ডিসেম্বর) দুপুর ১টার দিকে সাফারি পার্কের পুরাতন ক্যান্টিন ভাঙার কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিক মোহাম্মদ ইউনুছ চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন ৯নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকার মৃত নুর আহমদের ছেলে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের তত্বাবধায়ক মোহাম্মদ মাজহারুল ইসলাম নির্মাণ শ্রমিকের মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেন।

পার্ক কর্তৃপক্ষ ও পরিবার সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পুরাতন ক্যান্টিনের ছাদ ভাঙার কাজ করেছিল নির্মাণ শ্রমিক মোহাম্মদ ইউনুছ। এসময় অসাবধানবশত তার ওপরে ছাদ ধসে পড়লে গুরুতর আহত হয়। পরে তার সহযোগীরা ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নির্মাণ শ্রমিক ইউনুছকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই তার পরিবার ও থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশের একটি টিম পৌঁছে মৃত নির্মাণ শ্রমিকের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়া, ছাদ ধস, নির্মাণ শ্রমিকের মৃত্যু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন