চকরিয়ায় মাস্টার্সের ফলাফলে আকবর ইমরান প্রথম শ্রেণীতে উত্তীর্ণ


চকরিয়া প্রতিনিধি:

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে খ্যাত চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগ থেকে মাস্টার্সের ফলাফলে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে কৃতিত্বের সাথে গৌরব অর্জন করেছেন কক্সবাজারে চকরিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান মো. ইয়াসীন আকবর ইমরান।তিনি মাস্টার্সের ২০১৫-২০১৬ সেশনের বৃহস্পতিবার(২১সেপ্টম্বর) প্রকাশিত ফলাফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে এ ফলাফল অর্জন করেন।

উল্লেখ্য যে, কৃতি ছাত্র ইমরার চকরিয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক একেএম বেলাল উদ্দিনের ভাগিনা এবং  চকরিয়া প্রেসক্লাবের সদস্য  সাংবাদিক সাঈদী আকবর ফয়সালের বড় ভাই। ইমরান ইতিপূর্বে চকরিয়া পৌরসভাস্থ বাটাখালী নূরীয়া দাখিল মাদ্রাসা থেকে ২০০৯ সালে দাখিল, লোহাগাড়াস্থ আধুনগর ইসলামীয়া ফাজিল মাদ্রাসা থেকে ২০১১ সালে আলিম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ২০১১-১২ সেশনে অনার্স ও সর্বশেষ ২০১৫-১৬ সেশনে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সের ফলাফলে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়। সে ইতিমধ্যে নিবন্ধন পরিক্ষা দিয়েছেন। তার এ অসাধারণ ফলাফলে মহান সৃষ্টিকর্তার কাছে অশেষ শোকরিয়া জ্ঞাপন করেন এবং দেশবাসী সকলের দোয়া কামনা করেছেন।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন