টেকনাফে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ৩ জন অনুপস্থিত

teknaf pic (hsc ex ) 3-4-16

টেকনাফ প্রতিনিধি:

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এইচএসসি এবং সমমান পরীক্ষা সারাদেশের ন্যায় টেকনাফেও শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় পরীক্ষার প্রথম দিনে শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় কেন্দ্রগুলি মুখরিত হয়ে উঠে।

সকালে রঙ্গিখালী মাদরাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রটিতে কোন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল না। সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলম কেন্দ্র পরিদর্শনে আসেন। এবারে পুরো উপজেলার ২টি পরীক্ষা কেন্দ্রে মোট ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। রঙ্গিখালী দাঃ উঃ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রে ৩টি প্রতিষ্ঠানের ৫০জন ছাত্র ও ৫৫জন ছাত্রীসহ মোট ১০৫ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। তবে ১ম দিনের পরীক্ষায় ৫জন পরীক্ষার্থী অংশ নেয়নি। এজাহার বালিকা কেন্দ্রে টেকনাফ ডিগ্রি কলেজের ১১১ জন ছাত্র ও ৮৯ জন ছাত্রী সহ ২০০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯৭ জন অংশ নিয়েছে। এই কেন্দ্রে ৩ জন পরীক্ষার্থী অংশ নেয়নি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন