টেকনাফে ছেলের ছুরিকাঘাতে মা খুন

খুন

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফের লেঙ্গুরবিল গ্রামে সৎ পুত্রের ছুরিকাঘাতে মা খুন হয়েছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে সদর ইউনিয়নের লেঙ্গুরবিল গ্রামে ঘটেছে এ ঘটনা।

এলাকাবাসী জানিয়েছে, উত্তর লেগুরবিল গ্রামের মৃত সুলতান আহমদের পুত্র হোসেন আহমদের ৩ স্ত্রী। ৩ জনই একই বাড়িতে বসবাস করে। এরা হচ্ছে যথাক্রমে খুরশিদা বেগম (৪০), নাছিমা খাতুন (৩৫) ছেমন খাতুন (২৫)। পারিবারিক কলহের জের ধরে হোছন আহমদ বড় স্ত্রী খুরশিদা বেগমকে গালমন্দ করলে খুরশিদা বেগমের ২ পুত্র ইউনুচ (১৯) ও রুবেল (১৭) এতে ক্ষীপ্ত হয়ে প্রথমে পিতাকে মারধর করে।

এক পর্যায়ে বেধেঁ টেনে-হিচড়ে রাস্তায় এনে ফেলে রাখে। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এগিয়ে আসলে দুই ভাই পালিয়ে যায়। এরপর বাড়ি গিয়ে সৎ মা নাছিমা খাতুনকে বেধম মারধর করার এক পর্যায়ে রুবেল মায়ের পেটে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় রাতেই নাছিমা খাতুনকে টেকনাফ হাসপাতাল থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানেও অবস্থার অবনতি হলে কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রবিবার ৩ মে রাত সাড়ে ১০টার দিকে নাছিমা খাতুন (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি। অপরদিকে ছেলে রুবেল পলাতক রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন