র‌্যাবের অভিযান

টেকনাফে বিপুল পরিমাণ বিদেশি মদ-বিয়ার জব্দ

fec-image

কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ৩৭ বোতল বিদেশি মদ এবং ২১২ ক্যান বিয়ারসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৫) এর সদস্যরা। আটককৃত মাদক কারবারি টেকনাফ সাবরাং ইউনিয়নের ৩নং ওয়ার্ড হারিয়াখালীর হোসেনের ছেলে মো. ইসমাইল (২২)।

কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, বুধবার (১৮ অক্টোবর) রাতে র‌্যাব-১৫, কক্সবাজারের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে ঘটনাস্থল হতে অপর একজন আসামি পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারীর দেহ ও আশপাশ এলাকা তল্লাশি করে পলিথিন ব্যাগ ও মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে সর্বমোট ২১২ ক্যান বিয়ার এবং ১৭টি বিদেশি কাঁচের মদের বোতল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত বিদেশি মদ ও ক্যান বিয়ারসহ ধৃত এবং পলাতক মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ, বিয়ার, মদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন