টেকনাফে সরকারি জায়গা প্রকাশ্যে দখল


টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ পৌরসভার কার্যালয় এবং টেকনাফ থানার সামনের সরকারি জায়গা দখলে মরিয়া হয়ে উঠেছে একটি মহল। প্রভাবশালী চক্রটি সরকারি ভাবে দুই দফায় উচ্ছেদের পরও সম্প্রতি নতুন করে দখলের চেষ্টা শুরু করেছে। ইতোমধ্যে সরকারি ওই জায়গাটিতে টিন দিয়ে ঘেরাও করে ঘরও তৈরি সম্পন্ন হয়েছে।
স্থানীয় লোকজন জানান, টেকনাফ পৌরসভার সমানের দক্ষিণে এবং টেকনাফ থানার পূর্বে অবস্থিত জায়গায়টি দীর্ঘদিনের পুরাতন। ওই বিভিন্ন সময় গাড়ি পার্কিং ছাড়াও সপ্তাহে ২ দিন সুপারি বাজার পরিচালনা হচ্ছে গত ৭০ বছর ধরে।

কিন্তু টেকনাফের অলিয়াবাদ এলাকার ইসহাক নামের এক ব্যক্তি এ বাজারের একটি অংশ দখলের চেষ্টা শুরু করে। গত ১ বছরে এ জায়গাটি সরকারি ভাবে দুইবার উচ্ছেদ করা হয়। কিন্তু সম্প্রতি আবার নতুন করে দখলের চেষ্টা শুরু করা হয়। চক্রটি টিন দিয়ে ওই জায়গায় ঘেরাও ঘর তৈরি সম্পন্ন করেছে।
টেকনাফের সচেতন মহলের দাবি জনগুরুত্বপূর্ণ স্থান এবং পৌরসভা-থানার সামনে প্রকাশ্যে এ দখলের চেষ্টা সরকারের উচ্ছেদ অভিযানকে প্রশ্নবিদ্ধ করবে।

টেকনাফের সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা জানান, দুইবার উচ্ছেদের পর নতুন করে দখলের খবর তিনিও পেয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে উচ্ছেদের পাশাপাশি দখলকারি ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন