টেকনাফ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকসহ কারাগারে ৩

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

সাবেক এমপি বদির গাড়ি লক্ষ্য করে কথিত গুলি বর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহসহ তিন জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (১৮ মার্চ) দুপুরে টেকনাফ থানার জিআর মামলা নং-৭৬১/১৮ এ আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জেরিন সুলতানা আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
অপর দুই জন হলেন- সালাহ উদ্দিন ও রুহুল আমিন।  সম্পর্কে তারা বিএনপি নেতা আব্দুল্লাহর শ্যালক।
আসামি পক্ষের আইনজীবী মুহাম্মদ আব্দুল মন্নান ও আমির হোসেন এই সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ নভেম্বর রাতে টেকনাফের হোয়াইক্ষ্যং কানজরপাড়ায় উখিয়া-টেকনাফের তৎকালীন এমপি আবদুর রহমান বদির গাড়ি লক্ষ্য করে কথিত গুলিবর্ষণ ও ভাংচুরের অভিযোগে টেকনাফ থানায় জিআর মামলা নং-৭৬১/১৮ দায়ের করেন গাড়ি চালক খোরশেদ আলম।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকসহ কারাগারে ৩
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন