দমন পীড়ন চালিয়ে ইউপিডিএফ’কে তার আদর্শ থেকে বিচ্যুত করা যাবে না: প্রসিত বিকাশ খীসা

প্রেস বিজ্ঞপ্তি:

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সভাপতি প্রসিত বিকাশ খীসা তার দলের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া এক বিবৃতিতে বলেছেন, ‘দমন পীড়ন চালিয়ে ইউপিডিএফ’কে তার আদর্শ, লক্ষ্য ও সংকল্প থেকে এক চুলও নড়ানো যায়নি, ভবিষ্যতেও যাবে না। পার্বত্য চট্টগ্রামে যারা একাত্তরে জামায়াতে ইসলামীর মতো ভূমিকা পালন করতে চায়, তাদের পরিণতি কখনোই ভালো হবে না।’

২৬ ডিসেম্বর ইউপিডিএফের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (২৫ ডিসেম্বর ২০১৭) দেয়া এক বিবৃতিতে প্রসিত বিকাশ খীসা এসব কথা বলেন।

অধিকার আদায়ের আন্দোলন জোরদার করতে সবাইকে পার্টির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘একমাত্র আন্দোলন সংগ্রামের মাধ্যমেই ভূমি অধিকার প্রতিষ্ঠাসহ জনগণের ন্যায়সঙ্গত দাবি আদায় করা সম্ভব।’

পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতিকে ‘দমবন্ধ করা ও ভয়াবহ’ উল্লেখ করে ইউপিডিএফ নেতা বলেন, ‘দমন পীড়নে পিস্ট হয়ে এখন জনগণের নাভিশ্বাস উঠেছে। তিনি বলেন, একটি বিশেষ মহল সম্প্রতি সমাজের দাগী আসামি, বখাটে ও সন্ত্রাসীদের দিয়ে নব্য মুখোশ বাহিনী গঠন করে সন্ত্রাস, অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করছে।

প্রসিত খীসা অবিলম্বে এই নব্য মুখোশ বাহিনী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার এবং তাদের হাতে থাকা অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধারের দাবি জানান। তিনি নব্য মুখোশ বাহিনীর বিরুদ্ধে চলমান গণপ্রতিরোধ আরো জোরদার করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

ইউপিডিএফ নেতা দালাল, সুবিধাবাদী ও প্রতিক্রিয়াশীলদের সতর্ক করে দিয়ে বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে যারা একাত্তরে জামায়াতে ইসলামীর মতো জাতীয় স্বার্থ বিরোধী পঞ্চম বাহিনীর ভূমিকা পালন করতে চায়, তাদের পরিণতি কখানোই ভালো হবে না। স্বাধীনতার ৪০-৪৫ বছর পর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ তথা প্রতিক্রিয়াশীল ভূমিকার জন্য পাকিস্তানের দোসর রাজাকার আলবদরদের বিচার ও ফাঁসি হচ্ছে; সময় থাকতে সংশোধন না হলে পার্বত্য চট্টগ্রামের “রাজাকার” ও সেনা দোসরদেরও একদিন একই পরিণতি ঘটবে।’

প্রসিত খীসা জাতীয় বৃহত্তর স্বার্থে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জনগণের সংগঠিত শক্তির কাছে সকল অপশক্তি পরাজিত হতে বাধ্য।’

দেশের সর্বোচ্চ আদালতের উপর দলীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে। অপরদিকে মুষ্ঠিমেয় কিছু ব্যক্তিকে জনগণের সম্পদ লুট ও দুর্নীতি করে অন্য দেশে টাকা পাচার করে দ্বিতীয় নিবাস গড়ার সুযোগ করে দেয়া হয়েছে।’

তিনি এই সংকটময় অবস্থা থেকে উত্তরণের জন্য দেশের সকল প্রগতিশীল, প্রকৃত গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন