দীঘিনালায় শান্তিপূর্ণভাবে পালিত হলো অবরোধের তৃতীয় দিন

1525349_554208457995643_910223320_n

উপজেলা প্রতিনিধি, দীঘিনালা :

নির্দলীয় নিরপেক্ষ সরকারের পুনর্বহাল ও আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দফায় বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের  ডাকা টানা ৮৩ ঘন্টার অবরোধের তৃতীয় দিন শান্তিপূর্ণ ভাবে অতিবাহিত হয়েছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায়।

অবরোধের সমর্থনে উপজেলার বিভিন্ন এলাকায় কিছুটা পিকেটিং করতে দেখা যায় অবরোধ সমর্থকদের। উপজেলার  গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা চোখে পরে। এদিকে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠন। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি’র সভাপতি মোসলেম উদ্দীন (চেয়ারম্যান)।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা, যুগ্ন সাধারণ সম্পাদক আঃ রহিম, যুবনেতা মমিনুর ইসলাম মমিন, যুবনেতা আফাজ, ছাত্রদলের সভাপতি মোঃ সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক মনির আহম্দ (মনু), যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান (মিজান), কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম (মন্জু) বাস্তহারা দলের সভাপতি মোঃ জাফর ইকবাল (জাফর) প্রমুখ। এদিকে উপজেলার কোথায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, শনিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া পঞ্চম দফায় এ অবরোধ চলবে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত। এর  আগে শুক্রবার সকাল ৬টায় ১৮ দলের চতুর্থ দফার অবরোধ শেষ হয়।  ২৫ শে নভেম্বর ঘোষিত নির্বাচনের তফসিল বাতিলের দাবীতে এ পর্যন্ত চার দফায় ১৯ দিন অবরোধ কর্মসূচি পালন করে ১৮ দল।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন