দীঘিনালা কলেজে পিসিপি (জেএসএস) নবীনবরণ ও কাউন্সিল সম্পন্ন

PC-JSS-PCP Pic
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :

‘সত্যের পক্ষে দাঁড়াতে পিসিপি সর্বদা প্রস্তুত থাকবে, পার্বত্য চট্টগ্রামের প্রকৃত সমস্যা সমাধানে ছাত্র সমাজ এগিয়ে আসুন’- এই স্লোগানকে সামনে রেখে দীঘিনালা ডিগ্রি কলেজে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি
(পিসি- জেএসেস) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) আয়োজনে একাদশ শ্রেনীর নবীনবরণ ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। বুধবার সকাল সাড়ে দশটা থেকে দীঘিনালা কলেজ মাঠে নবীনবরণ ও কাউন্সিল উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ ।

জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জ্ঞ্যান জ্যোতি চাকমার সঞ্চালনা ও পিসিপি সভাপতি সোনামনি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় শ্রী সভাপতি সুধাসিন্ধু খীসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শ্রী চাইথো অং মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, কলেজ উপাধ্যক্ষ তরুন কান্তি চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমাসহ জেএসএস, যুব সমিতি,
পিসিপি নেতৃবৃন্দ প্রমূখ।

এসময় ২০১৪-১৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে নতুন ছাত্রছাত্রীদের বরণ করে নেয়া হয়। পরবর্তীতে পিসিপি’র দীঘিনালা উপজেলা শাখা ও দীঘিনালা ডিগ্রি কলেজ শাখার কমিটি গঠন করা হয়। রাজ্যময় চাকমা সভাপতি, আশীষ চাকমা সাধারণ সম্পাদক, হলকো চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট
দীঘিনালা শাখা কমিটি ও আল চাকমা সভাপতি, দেবজ্যোতি চাকমা সাধারণ সম্পাদক ও দিবেশ চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে দীঘিনালা কলেজ কমিটি গঠন করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন