দীঘিনালা পদযাত্রায় হামলা ও গুলি বর্ষণের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ

Dhaka protest, 15.03

প্রেস বিজ্ঞপ্তি:
দীঘিনালা পদযাত্রায় হামলা ও গুলি বর্ষণের প্রতিবাদে ঢাকাস্থ পাহাড়ি ছাত্র ছাত্রীবৃন্দ ব্যানারে আজ ১৫ মার্চ রবিবার বিকাল ৪ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ঢাকা শাখার নেতা সুজেল চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি’র কেন্দ্রীয় সভাপতি থুইক্যচিং মারমা, জেএসএস এমএন লারমা সমর্থিত পিসিপি ঢাকা শাখার সম্পাদক প্রতিভাস চাকমা ও পিসিপি ঢাকা শাখার সদস্য রিয়েল ত্রিপুরা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘দীঘিনালা জনগণের শান্তিপূর্ণ পদযাত্রায় সেনাবাহিনীর হামলা অত্যন্ত নিন্দনীয়। পার্বত্য চট্টগ্রামের যে কোন সাম্প্রদায়িক হামলার পেছনে সরকারের সেনাবাহিনী সবসময় মদদ যুগিয়ে থাকে। এই হামলায় প্রমাণিত হয় পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর উপস্থিতি মানেই পাহাড়ি জনগণের জন্য বড় হুমকি’।

বক্তারা অবিলম্বে বিজিবি’র ৫১ ব্যাটালিয়ন সরিয়ে নিয়ে উচ্ছেদ হওয়া ২১ পাহাড়ি পরিবারকে নিজ নিজ বসতভিটায় পুনর্বাসন ও পদযাত্রায় অংশগ্রহণকারীদের উপর হামলাকারী সেনাসদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল পল্টন ঘুরে আবারো প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন