নবগঠিত গুইমারা উপজেলার তিন ইউনিয়নে উৎসব আমেজে চলছে ভোট গ্রহণ

untitled-2-copy

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ির জেলার নবগঠিত গুইমারা উপজেলার ৩টি ইউনিয়নে উৎসব-আমেজে শান্তিপূর্ণভাবে  ভোটগ্রহণ চলছে। সকাল থেকে প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে পুরুষের  চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি।

জানা যায়, নবগঠিত এ গুইমারা উপজেলার ৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০জন, সংরক্ষিত মহিলা আসনে ২৩জন ও সাধারণ সদস্য পদে ৮০জন প্রার্থী বিজয়ের লড়াইয়ে মাঠে প্রতিদ্বন্দ্বীতা করছেন। উপজেলার তিনটি ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ২৭৩৮১ জন।

ভোট গ্রহন সম্পর্কে খাগড়াছড়ি পুলিশ সুপার মো: মজিদ আলী জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠে রয়েছে ১৩টি মোবাইল টিম, পুলিশ ও বিজিবি’র ষ্ট্রাইকিং ফোর্স, ভ্রাম্যমান আদালত, আনসার-বিডিপি। এছাড়াও প্রত্যন্ত দূর্গম এলাকাগুলোতেও আইন-শৃংখলা রক্ষায় মাঠে নিরাপত্তা বাহিনীদের টহল দিতে দেখা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন