নাইক্ষ্যংছড়িতে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা 

fec-image

সারাদেশের ন্যায় বান্দারবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাতেও প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই। একযোগে উপজেলার ১৮ হাজার ৩৬০ জন শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ১৩ হাজার বই বিনামূল্যে বিতরণ করা হয়। বছরের শুরুর দিনে নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতে উঠেছে উপজেলার সবকটি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গত একযুগ ধরে প্রতিবছরই ১ জানুয়ারিতে নতুন বই শিশুদের হাতে তুলে দেয়া হয়। এ কারণে দিনটিকে ‘বই উৎসব’ হিসেবে পালন করে আসছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

এ বই উৎসব উপলক্ষে রবিবার (১ জানুয়ারি) বেলা ১২টায় নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান গনির পরিচালনায় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেল শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসব উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. শফি উল্লাহ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মুহিব উল্লাহ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাইনুদ্দীন খালেদ, আহ্বায়ক আবদুল হামিদ, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল হাফিজুল ইসলাম চৌধুরী, মো. শাহীন, মো. ইউনুস, জয়নাল আবেদীন টুক্কু, সানজিদা আক্তার রুনা প্রমুখ।

এছাড়াও উপজেলার বাইশারী উচ্চ বিদ্যালয় কলেজ, বাইশারী শাহ নুরুদ্দীন রাহ দাখিল মাদ্রাসা, বাইশারী বালিকা উচ্চ বিদ্যালয়,বাইশারী আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা, কাগজিখোলা দাখিল মাদ্রাসা, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলী মিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারিঝ বুনিয়া, লম্বাবিল, মিরঝিরি, করলিয়ামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার ৫ টি ইউনিয়নের সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা এই প্রতিবেদকে জানান, বিতরণ উৎসবের প্রথম দিনেই বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হয়েছে।

একই কথা জানালেন সহকারী শিক্ষা অফিসার আকতার উদ্দিন। তিনি বলেন, উপজেলায় মোট ১৮ হাজার ৩৬০ জন শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ১৩ হাজার বই এক যোগে বই বিতরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি, বই উৎসব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন