পরিবেশ ও পর্যটন শিল্পের বিকাশ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়

fec-image

পরিবেশ ও পর্যটন শিল্পের বিকাশ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন অতিথিরা ।

মঙ্গলবার (২৮ জুন ) সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে উইমেন রিসোর্স নেটওয়ার্ক বান্দরবান জেলার আয়োজনে তারুম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন প্রকল্প অফিসের সহযোগিতায় সাংস্কৃতিকভাবে সংবেদনশীল পরিবেশ ও নারীবান্ধব পর্যটন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

উইমেন রিসোর্স নেটওয়ার্ক বান্দরবান জেলার সমন্বয়কারী ডনাই প্রু নেলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর । এছাড়াও টুরিস্ট পুলিশের ওসি মো. জাহাঙ্গীর আলমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, পরিবেশ ও পর্যটন শিল্পের বিকাশ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় । কারণ দেশের উন্নয়নের একটা অংশ শিল্প বাণিজ্যের পাশাপাশি পর্যটন খাত থেকে আসে । দেশের উন্নয়ন করতে হলে অবশ্যই পর্যটন শিল্পের জন্য সকলকে কাজ করতে হবে । তাই অতিথিরা সকলকে দেশের উন্নয়নে পর্যটন শিল্পে এগিয়ে আসার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উন্নয়ন, পরিবেশ, পর্যটন শিল্প
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন