পানছড়ি সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর পর্যায়ে পতাকা বৈঠক

bgb-bsf-pic-copy

পানছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি সীমান্তে মেইন পিলার ২২৬৫ এর নিকট বিজিবি খাগড়াছড়ি সেক্টর এবং বিএসএফ ত্রিপুরার উদয়পুর সেক্টর এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩-বিজিবি পানছড়ির ব্যবস্থাপনায় বুধবার সকাল ১১টা থেকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ৯ সদস্য বিশিষ্ট বিজিবি প্রতিনিধি দলে নেতৃত্ব দেয় বিজিবি খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মো: মতিউর রহমান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অপরদিকে ১১ সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেয় বিএসএফ উদয়পুর ত্রিপুরার সেক্টর কমান্ডার একে ইয়াদাভ (AK YADAV)  বৈঠকে সীমান্তে অপরাধ এবং চোরাচালান রোধ, বিজিবি-বিএসএফ যৌথ টহলসহ সীমান্ত এলাকায় সশস্ত্র সন্ত্রাসী দলসমূহের তথ্য আদান-প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উভয় প্রতিনিধি দল কর্তৃক সীমান্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ সীমান্ত পিলারসমূহ পুন:নির্মানের কার্যক্রম যথাশীঘ্রই শুরু করার সিদ্ধান্ত হয়।

‘শান্তিপূর্ণ সীমান্ত রক্ষায় বিজিবি-বিএসএফ যৌথ কর্মকাণ্ড জোরদার’ বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বেলা ২ টায় এ পতাকা বৈঠকের সমাপ্তি ঘটে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন