পানি ব্যবস্থাপনা বিষয়ে খাগড়াছড়িতে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি ॥

বিরূপ পরিস্থিতি মোকাবেলা করে পার্বত্য চট্টগ্রামের পানি ব্যবস্থাপনা বিষয়ে দুইদিনের এক কর্মশালা বৃহস্পতিবার খাগড়াছড়িতে শেষ হয়েছে। খাগড়াছড়ি পাহাড়ী কৃষি গবেষনা কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে। কর্মশালায় সার্ভে রিপোর্ট প্রকাশ করে জানানো হয়, পাহাড়ের জৈব বৈচিত্রের আমুল পরিবর্তন হয়ে যাচ্ছে। দিন দিন বৃষ্টিপাত কমে যাওয়া ও উষ্ণতা বৃদ্ধির ফলে খাদ্য উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে বৃষ্টির পানি সংরক্ষণ, জলাধার সৃষ্টি ও পানির সুষ্ঠ ব্যবস্থাপনার উপর জোর দেয়া হয়।

কৃষি সম্প্রসারণ বিভাগের রাঙ্গামাটির অতিরিক্ত পরিচালক আব্দুল মজিদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম। বক্তব্য রাখেন খাগড়াছড়ি পাহাড়ী কৃষি গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড: মহব্বত উল্লাহ, ড: শামসুন নুর, ড:শওকত আলী মল্লিক ও প্রোগ্রাম উপদেষ্ঠা কাজল তালুকদার।

অনুষ্ঠানের তিন পার্বত্য জেলার কৃষি সম্প্রসারণ বিভাগ ও গবেষনা কেন্দ্রের কর্মকর্তা, গবেষক, শষ্য বিশেষজ্ঞ ও প্রর্দশনী প্রকল্পের নির্বাচিত কৃষকরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন