পেকুয়ায় আইন শৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
পেকুয়ায় মাসিক আইন শৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুর রশিদ খান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাফায়েত আজিজ রাজু, ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফর হায়দার রনি, জেলা আ’লীগ মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান এড.কামাল হোসেন, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আবুল কাসেম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বখতিয়ার উদ্দিন চৌং, সাধারণ সম্পাদক আজমগীর চৌং, জাতীয় পার্টি সভাপতি এস.এম. মাহবুব ছিদ্দিকী ও পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রকিব।

এছাড়া উজানটিয়া ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌং, শীলখালী ইউপির চেয়ারম্যান নুরুল হোসাইন, বারবাকিয়া ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ এ. এইচ. এম. বদিউল আলম জিহাদী, শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, কৃষি কর্মকর্তা এ.এইচ. এম মনিরুজ্জামান রাব্বানী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মুজিবুর রহমান, সদর ইউপির প্যানেল চেয়ারম্যান শাহনেওয়াজ আযাদ, মহিলা আ’লীগ সাবেক সভা নেত্রী উম্মে কুলসুম মিনু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসান মুরাদ, উপজেলা প্রকৌশলী জাহেদুল ইসলাম, সমবায় কর্মকর্তা ওসমান গনি, জিএমসির প্রধান শিক্ষক এনামুল হক চৌং, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, জাতীয় শ্রমিক লীগ পেকুয়ার সভাপতি এ.এইচ.এ নুুরুল আবছার প্রমুখ।

আইন শৃংখলা সভায় বক্তারা পেকুয়া উপজেলা আ’লীগ সভাপতি আ.ক.ম শাহাব উদ্দিন ফরায়েজীর নিষ্ঠুর হত্যাকান্ডের ঘটনায় মর্মাহত হয়েছেন। খুনিদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসন ও পুলিশকে আহবান জানিয়েছেন তারা। সে সাথে সম্প্রতি পেকুয়ায় আইন শৃংখলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে দ্রুত সময়ে এর উত্তোরণ ঘটিয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষদের হয়রানি না করার জন্য ওসিকে অনুরোধ জানান বক্তারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন