পেকুয়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

unnamed

নিজস্ব প্রতিনিধি:
পেকুয়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে ‘কন্যা শিশু নিরাপদ পরিবেশ সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে পেকুয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান রব্বানীর সভপতিত্বে ও মো: মিজানের পরিচালনায় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রনি, পেকুয়া জি এম সি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক এনামুল হক চৌং। এসময় বক্তরা বলেন কন্যা শিশুদেরকে বর্তমানে বোঝা ভাবা ঠিক হবে না। বর্তমানে কন্যা শিশুদের লেখাপড়া থেকে শুরু করে সবকিছু সরকার বহন করে যাচ্ছে। সরকার তাদের উপবৃত্তি দিয়ে সহায়তা করে যাচ্ছে বলে কর্মকর্তারা জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন