পেকুয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলে এডভোকেসী সভা

পেকুয়া(কক্সবাজার)সংবাদদাতা:

কক্সবাজারের পেকুয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ৫ এপ্রিল উপলে এডভোকেসী সভা ২৫ মার্চ সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর উদ্যোগে হাসপাতালের হলরুমে টিএইচও ডা:পূর্ণ বধ্যন বড়–য়ার সভাপতিত্বে ও কাওছারের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা বিধান কান্তি, পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সর আর এম ও ডা: মজিবুর রহমান, জাতিসংঘের পেকুয়ার মেডিকেল টিম প্রধান ডা: সুমেন দাশ, উপ সহকারী মেডিকেল অফিসার শামিম আলম, ইপি আই ইনচার্জ জহির আহমদ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুল মালেক, প্রধান সহকারী নেজাম উদ্দিন, ব্র্যাক এর সিনিয়র উপজেলা ম্যানেজার মো: আবু নাছের সরকার, দৈনিক যাযয়ায়দিনের পেকুয়া উপজেলা প্রতিনিধি এম.জুবাইদ প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সর ডা: তাউছীফ শরীফ চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক পূর্বদেশের পেকুয়া প্রতিনিধি দিদারুল করিম। উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী জামাল, মাহামুদ, কামাল প্রমুখ। উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু বলেন সরকার শিশুদের জীবনযাত্রার মান বৃদ্ধির ল্েয ভিটামিন এ প্লাস সরবরাহ করে থাকে। সেগুলো যথাযথ ব্যবহার করা আমাদের দায়িত্ব। আপনারা ঐদিন কোন স্বাস্থ্য কর্মী শিশুদের এ প্লাস ভিটামিন খাওয়াতে অবহেলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যসেবা মানুষের দোড় গোড়ায় পৌছে দিতে হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন