পেকুয়ায় দীর্ঘ দিন ধরে ৯টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শূন্য

পেকুয়া প্রতিনিধি :
পেকুয়া উপজেলার ৪৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩০হাজারের অধিক শিক্ষার্থী পড়া লেখা করছে। ৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় ওই বিদ্যালয় সমুহের শিক্ষার্থীদের পড়ালেখা ও প্রশাসনিক কাজকর্মে স্থবিরতার সৃষ্টি হয়েছে। এ সব বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষক না থাকায় প্রতিনিয়ত ছাত্র/ছাত্রীদের শ্রেণী কার্যক্রম ও প্রশাসনিক কাজে মারাতক্ব ব্যাঘাত ঘটায় বিশৃংখলার ঘটনাও ঘটছে।

সাধারণত সরকারী প্রাথমিক বিদ্যালয়সমুহে অফিস সহকারীর পদ না থাকায় শিক্ষদের যাবতীয় কাজ করতে হয়। এরই মাঝে প্রধান শিক্ষকের মতো গুরুত্বপূর্ণ পদটি শুণ্য থাকায় স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, পেকুয়া উপজেলার পূর্ব উজানটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মগনামা শেখ আবদুল আজিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব মগনামা সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাজাখালী জামাল মেহের সরকারী প্রাথমিক বিদ্যালয়, পেকুয়া নন্দীরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর পূর্ব সোনাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, মগনামা মটকাভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়, পেকুয়ার চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূণ্য রয়েছে।

এছাড়া পেকুয়া ছালেহা কবির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন বঙ্গবন্ধুকে কটুক্তি ও জাতীয় পতাকার অবমাননা করায় সাময়িক বরখাস্ত করায় প্রায় এক বছর ধরে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করা হচ্ছে। এদিকে ১৫শ বিদ্যালয় প্রকল্পের অধীনে প্রতিষ্ঠিত মগনামা শরতঘোনা মাহমুদুল করিম চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাজাখালী আবুল হোসেন সিকদার সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিলখালী হাজীরঘোনা ওবাইদুল হাকিম সরকারী প্রাথমিক বিদ্যালয়, সবুজপাড়া আশরাফনুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এখনো কোন শিক্ষক নিয়োগ না করায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রেশনে শিক্ষক দিয়ে শিক্ষাকার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। এ ৫টি বিদ্যালয়ে এখনো ঘাটতি রয়ে গেছে।  এ ব্যাপারে পেকুয়া উপজেলা শিক্ষা অফিসার হাসান মুরাদ চৌধুরী জানান, সরকারী ভাবে নিয়োগ বা পদোন্নতি না হলে এসব প্রাথমিক বিদ্যালয় গুলোতে প্রধান শিক্ষক সমুহের শূন্যপদগুলো পূরন করা সম্ভব নয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন