পেকুয়ায় বনবিভাগের অভিযানে ৬টি অবৈধ বসতি উচ্ছেদ

fec-image

কক্সবাজারের পেকুয়ার সীমান্ত পুঁইছুড়িতে বিশেষ অভিযানে ৬টি অবৈধ বসতি উচ্ছেদ করছে বনবিভাগ।

সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টায় পুঁইছুড়ির অফিস টিলা এলাকায় বনবিভাগ ও থানা পুলিশের যৌথ অভিযানে রবিউল আলম প্রকাশ, মঞ্জুর আলম, নুরুল হোসাইন, মো ফারুক, জমিরউদ্দিন, রিদুয়ানুল হকের বসতঘর গুড়িয়ে দেওয়া হয়।

সূত্রে জানা যায়, রবিউল আলম প্রকাশ পাহাড়ের গহিন অরণ্যে একটি সিন্ডিকেট করে পাহাড়ি জায়গা জবরদখল করে মোটা অংকের টাকা নিয়ে
লোকজনকে বসতঘর তৈরি করে দেয়। তার বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলাসহ বন বিভাগের একাধিক মামলা রয়েছে। তারপরও পুলিশের ধরা ছোঁয়ার বাহিরে। সে প্রতিনিয়ত গহিন পাহাড়ে রাম রাজত্ব করে যাচ্ছে।

এদিকে পুঁইছড়ির বিট কর্মকর্তা মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, দীর্ঘ দিন ধরে রবিউল আলমের নেতৃত্বে একটি সিন্ডিকেট পাহাড়ের গহিনে জায়গা জবর দখল করে অবৈধ স্থাপনা নিমার্ণের খবরে বিভাগীয় স্যারের নিদের্শে রেঞ্জ কর্মকর্তা স্যারসহ আমরা অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পেকুয়া, বনবিভাগ, বসতি উচ্ছেদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন