পেকুয়া সদর ইউপি নির্বাচনে আ’লীগের নৌকার মাঝি কে হচ্ছেন

ইউনিয়ন পরিষদ নির্বাচন

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়া সদর ইউপি নির্বাচনে আ’লীগের মনোনীত নৌকার মাঝি আসলে কে হচ্ছেন তা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ছে। জানা যায় বর্তমান সরকার আমলে ঘোষিত ২য় দফা তপসিলে ইউপি নির্বাচনে পেকুয়া উপজেলায় ৩১ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে রাজনৈতিকদল আ’লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি তাদের নিজ নিজ দলীয় প্রতীকে চেয়ারম্যান প্রার্থী দিয়ে নির্বাচন করছে। আর এ নির্বাচনে সরকারদলীয় আ’লীগের কেন্দ্রীয় হাইকমান্ড পেকুয়া উপজেলার ৭টি ইউনিয়নের দলীয় প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থীতা করার জন্য নাম ঘোষণা করেন।

কিন্তু ৭টি ইউনিয়নে আ’লীগের নৌকার মাঝি হিসাবে এক প্রার্থী দিলেও বর্তমানে পেকুয়া সদর ইউপিতে হাইকমান্ডের মনোনীত প্রার্থী জেলা আ’লীগের সাবেক মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক এবং সাবেক চেয়ারম্যান এড. কামাল হোসেনের বিরোধীতা করে নিজেকে প্রার্থী ঘোষণা করেন উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম। এদিকে জাহাঙ্গীর আলমকে চেয়ারম্যান পদে দেখতে চাই বলে বিভিন্ন পয়েন্টে ব্যানার, পোস্টোর, তোরণ নিমার্ণ করেছে তার সমর্থকরা। এমনকি তিনি কেন্দ্র থেকে অনুমতি পেয়েছেন এমন সংবাদে এলাকায় ছড়িয়ে গেলে আবারো বিভিন্ন ধরণের আলোচনা উঠে আসে ভোটারদের মাঝে।

আ’লীগের মনোনীত একক চেয়ারম্যান প্রার্থী মগনামা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান খাইরুল এনামুল, রাজাখালী ইউনিয়নে উপজেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আজমগীর চৌং, টইটং ইউনিয়নে ইউনিয়ন আ’লীগের সেক্রেটারী জাহেদুল ইসলাম চৌং, উজানটিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান উপজেলা যুবলীগ সাবেক সভাপতি শহিদুল ইসলাম, শীলখালী ইউনিয়নে আ’লীগ নেতা কাজিউল ইনসান, বারবাকিয়া ইউনিয়নে জেলা যুবলীগের সহ-সভাপতি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম আবুল কাসেম।

এদিকে উপজেলা বিএনপির পক্ষ থেকে ৭টি ইউনিয়নে একক চেয়ারম্যান প্রার্থী দিয়েছেন। পেকুয়া সদর ইউপিতে উপজেলা বিএনপির সভাপতি বর্তমান চেয়ারম্যান এম বাহাদুর শাহ, শীলখালী ইউপিতে বর্তমান চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ সভাপতি নুরুল হোছাইন সিকদার, টইটং ইউপিতে উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান রমিজ আহমদ, রাজাখালী ইউপিতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান আনোয়ার হোছাইন সিকদার, উজানটিয়া ইউপিতে ইউনিয়ন বিএনপির সেক্রেটারী রেজাউল করিম মিন্টু, মগনামা ইউপিতে সাবেক ছাত্রনেতা ওয়াসিম চৌং, বারবাকিয়া ইউপিতে উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম।

অপরদিকে জাতীয় পার্টি থেকে এখনো তাদের মনোনীত প্রার্থীর সঠিক তথ্য প্রকাশ করেনি। জাতীয় পার্টি থেকে আসলে কারা প্রার্থী হচ্ছে বা কারা দলীয় মনোনয়ন নিয়ে প্রার্থীতা করবেন এমন তথ্য এখনো প্রকাশ হয়নি তবে দুইএকটি ইউপিতে জাতীয় পাটির দলীয় মনোনয়ন নিতে প্রার্থীরা তাদের হাইকমান্ডের কাছে যোগাযোগ রাখছেন বলে সূত্রে জানা যায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন