বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা দেশকে এগিয়ে নিতে পারে- ব্রি. জে. মোহাম্মদ কামরুজ্জামান

press pic

নিজস্ব প্রতিনিধি:

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা দেশকে এগিয়ে নিতে পারে মন্তব্য করে ২৪ আর্টিলারী ব্রিগ্রেডের খাগড়াছড়ি’র গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান বলেছেন সাংবাদিকতা একটি দূরহ কাজ। একটি ভুল সংবাদ মানুষকে বিভক্ত করে, মানবতাকেও করে ভুলুন্ঠিত। তাই বিবেক ও দায়িত্বশীলতার সাথে বস্তুনিষ্ঠ এবং উন্নয়ন মূলক সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমকর্মীদের আহবান জানান তিনি।

বুধবার সকালে জেলার গুইমারা সাংবাদিক ফোরামের নবনির্মিত কার্যালয় উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

গুইমারা সাংবাদিক ফোরামের সভাপতি এম. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল মো. আবদুর নুর, সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল গোলাম ফজলে রাব্বী, মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্ণেল জিল্লুর রহমান, বিজিবি পলাশপুর জোনের টুআইসি মেজর এনামুল কবির, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান, মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার যুথিকা সরকার, সহকারী পুলিশ সুপার হুমায়ূন রশীদ, গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন