বান্দরবানকে সুন্দর পরিবেশ গড়ে তোলার আহ্বান

fec-image

মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি বান্দরবানকে সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে মেঘলার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভা কক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. হুসাইনুজ্জামান চৌধুরী।

বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। শুধু তাই নয় জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহকে রুখতে শিক্ষার্থীদের পাশাপাশি জনগণকে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীর ও অতিথিদেরকে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন করে শ্বাপদ বাক্য পাঠ করান লালসবুজ উন্নয়ন সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল।

এসময় বান্দরবান রিজিয়নের ট্যুরিস্ট পুলিশ ইনচার্জ স্বপন কুমার আইচ, পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনারুল হক, সংগঠনের সদস্য তুষার সেন তনয় ও শাহাদাত হোসেন, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চীফ ইন্সট্রাক্টর সাজ্জাদ হোসেনসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান, মাদক, শিক্ষার্থী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন