বান্দরবানে উপকার ভোগীদের মাঝে মাসিক ভিজিডির খাদ্য শস্য বিতরণ

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে উপকারভোগীদের মাঝে মাসিক ভিজিডির খাদ্য শস্য বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিডি চক্র ২০১৭-২০১৮ এর আওতায় মোট ৪৪৩জন উপকারভোগীর মাঝে মাথাপিছু ৩০কেজি করে খাদ্য শস্য বিতরণ করা হয় ।

৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা উপস্থিত থেকে গ্রামের দুস্থ জনসাধারনের মাঝে এই ভিজিডির খাদ্য শস্য বিতরণ করেন। খাদ্য শস্য বিতরণকালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ৪নং সুয়ালকের পুরুষ ইউপি মেম্বার শৈক্যহ্লা মারমা ও মহিলা ইউপি মেম্বার মাসাথুই মারমাসহ আরও অনেকে ।

প্রতি মাসে সুয়ালক ইউনিয়ন পরিষদের আয়োজনে এই খাদ্য শস্য বিতরণ করা হয় । খাদ্য শস্য বিতরণকালে ইউপি সদস্যগন বলেন, সরকার দেশের উন্নয়নের দুস্থ অসহায় মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এছাড়াও নানা রকম গ্রামীন উন্নয়ন মূলক কাজে গ্রামের বেকার ছেলে মেয়েদের কর্মমুখী করে আত্মনির্ভরশীল হওয়া জন্য হাতে কলমে নানা রকম প্রশিক্ষন প্রদান করেন বেকার সমস্যা সমাধানের চেষ্টা করছে ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন