বান্দরবানে পুলিশের বাঁধার মুখে জেলা বিএনপি‘র বিক্ষোভ মিছিল

Bandasrban bnp pic-23.7

স্টাফ রিপোর্টার:

বান্দরবান শহরে পুলিশি বাঁধার মুখে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শনিবার চৌধুরী মার্কেটস্থ অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে বাধার মূখে পড়ে মিছিলটি। পরে সেখানে সমাবেশ করে বিএনপি।

অর্থ পাচার মামলায় বিএনপি‘র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাদণ্ড ও অর্থ জরিমানার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের একটি অংশের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হওয়ার পরপরই বাধার মূখে পড়ে। পরে পুলিশি বাধায় চৌধুরী মার্কেটে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী, যুগ্ম সম্পাদক মুজিবুর রশীদ, ছাত্রদল নেতা হাবিব, বিএনপি নেতা মংশৈম্রাসহ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

বিক্ষোভ সমাবেশে সাচিং প্রু জেরী বলেন, অর্থ পাচার মামলায় তারেক রহমানকে প্রতিহিংসামূলক সাজা দেওয়া হয়েছে। জনগণের সঙ্গে তামাশা করে কোনো দিনও ক্ষমতায় টিকে থাকা যাবে না। স্বৈরাচারী চিন্তা চেতনা থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগকে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন