বান্দরবানে বিএনপির সমাবেশে দু’গ্রুপের হামলা, শহরে উত্তেজনা

001

মোঃ কামরান ফারুক, বান্দরবান:

বান্দরবানে বিএনপির সমাবেশে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দু’গ্রুপের পাল্টাপাল্টি মিছিল এবং ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল নিক্ষেপ এবং লাঠি চার্জ করে।
 
পুলিশ জানায়, শুক্রবার বিকালে বান্দরবান বাজারস্থ বিএনপি কার্যালয়ের সামনে যুবদলের একটি গ্রুপ সংগঠনের সভাপতি, সেক্রেটারিকে বাদ দিয়ে কর্মী সম্মেলন আয়োজন করে। খবর পেয়ে যুবদলের আরেকটি গ্রুপ লাঠিসোঠা নিয়ে ঘটনাস্থলে এসে কর্মী সম্মেলনের টাঙ্গানো ব্যানার এবং সভাস্থলের চেয়ার-টেবিল ভাঙচুর করে। এ সময় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেনসহ বিপক্ষে গ্রুপের কয়েকজনকে ধাওয়া করে যুবদলের মূল দলের নেতাকর্মীরা।
 
পরে জেলা যুবদলের সহ-সভাপতি আবু বক্করের নেতৃত্বে যুবদলের বিদ্রোহী গ্রুপটি লাঠিসোঠা নিয়ে মিছিল সহকারে হামলা চালালে মূল দলের নেতাকর্মীরা পিছু হটে। এ সময় দু’গ্রুপের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া চলে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল এবং লাঠি চার্জ করে।
 
পরে যুবদলের মূল গ্রুপের নেতাকর্মীরা বাজার মসজিদ এলাকায় লাঠিসোটাসহ অবস্থান নেয়। অপরদিকে বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা বিএনপির একাংশের সহযোগিতায় সভাস্থলে বিএনপিসহ অঙ্গসংগঠনের ব্যানারে সমাবেশ করেছে।
 
জেলা যুবদলের সহ-সভাপতি আবু বক্করের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মাবুদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মহোতুল হোসেনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
 
এদিকে ধাওয়া- পাল্টা ধাওয়া এবং মিছিল-সমাবেশের ঘটনায় যুবদলের দু’গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপি কার্যালয়সহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, আধিপাত্য বিস্তার নিয়ে যুবদলের দুগ্রুপের নেতাকর্মীরাও পাল্টাপাল্টি মিছিল করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন