বান্দরবানে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির মামলা

মাহফুজ আনাম

স্টাফ রিপোর্টার:

বান্দরবান চীফ জুডিশিয়াল আদালতে দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে। মঙ্গলবার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুর রহমান রাশেদ চৌধুরী অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হানিফ আদালতে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুর রহমান রাশেদ চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছি। আদালত মামলাটি আমলে নিয়েছে। শুনানিতে অংশ নেন বান্দরবান আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক জয়নাল আবেদনী ও সদস্য সচিব ইকবাল করিম।

আইনজীবীরা জানায়, তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মাহফুজ আনাম দ্য ডেইলি স্টার পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করেছিলেন এতে প্রধানমন্ত্রীর মানহানি হয়েছে। তাকে জেল-জুলুম ও নির্যাতন সহ্য করতে হয়। ইংরেজি পত্রিকাটির ২৫ বছরপূর্তি উপলক্ষে ৩ ফেব্রুয়ারি রাতে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজে এক আলোচনা অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে মাহফুজ আনাম স্বীকার করেন, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) সরবরাহ করা শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির খবর যাচাই ছাড়া প্রকাশ করে সাংবাদিকতা জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলেন তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন