বান্দরবানে স্বাস্থ্য বিভাগে নিয়োগপ্রাপ্ত চিকিৎসক যোগদান

jamir Bandarban pic-6.9.2014

নিজস্ব প্রতিবেদক
বান্দরবানে ৩৩তম বিসিএস এর নিয়োগপ্রাপ্ত ৩৪জন ডাক্তার কর্মস্থলে যোগদান করেছে। নবীন ডাক্তারদের অনুপ্রেরণা যোগাতে এ উপলক্ষে গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ শনিবার সিভিল সার্জন সভাকক্ষে সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানের চিকিৎসকদের ফুল দিয়ে বরণ করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।

প্রধান অতিথি নবীন চিকিৎসকদের উদ্দেশ্য বলেন, আপনাদের দায়ীত্ব সুবিধাবঞ্চিত সাধারণ ও গরীব মানুষকে সেবা দেয়। দেশের সাধারণ মানুষের ঘাম ঝরানো ট্যাক্সের টাকায় আপনাদের পড়াশোনা করার সুযোগ করে দিয়েছে সরকার। আপনাদের বেতন-ভাতাও নির্বাহ হবে তাদেরই ট্যাক্সের টাকায়। সাধারণ মানুষ আপনাদের অনেক দিয়েছেন, এখন ঋণ শোধের পালা আপনাদের। তাই নাগরিক সুবিধার হাতছানি, আরাম আয়েশ ভুলে গ্রামের মানুষকে সেবা দিন।

এসময় অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাশ ভট্টাচার্য এবং ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মং তে ঝ বক্তব্য রাখেন।
এই সভায় নবীন সরকারি চিকিৎসকদের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে ডা. আমিনুল হক বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্যেই দুর্গম এলাকা জেনেও আমরা কর্মস্থলে যোগ দিয়েছি।

ডা. মিস খিং খিং বলেন, আমরা এ মাটিরই সন্তান। কাজ শেষে মাথা গুঁজবার জন্যে নুন্যতম আশ্রইস্থল পেলেই আমাদের চলবে। আধুনিক কোনো সুবিধা আমারা চাই না।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ৩৩তম ব্যাচে নিয়োগপ্রাপ্তদের মধ্যে বান্দরবান জেলার বিভিন্ন ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে ৩৬ জনকে নিয়োগ দেয়া হয়। এর মধ্যে ৩৪ জন ডাক্তার তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন।
এর আগে সদর হাসপাতালে ম্যালেরিয়া প্রতিরোধে কীটনাশক যুক্ত মশারী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি। জেলায় ১ লাখ ৯৩হাজার ৭’শ পিস বরাদ্দ দেয়া হয়।

কীটনাশক যুক্ত মশারী বিতরণের আগে সদর হাসপাতালের দক্ষিণ পাশে নাসিং কলেজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন