বান্দরবান পৌরসভায় স্যানিটেশন কর্মপরিকল্পনা ও প্রযুক্তি প্রদর্শন বিষয়ক প্রারম্ভিক সভা

Bandarban pic-2, 8.4

স্টাফ রিপোর্টার:
বান্দরবান পৌরসভায় ইউজিপি-৩ আওতায় স্যানিটেশন কর্মপরিকল্পনা ও প্রযুক্তি প্রদর্শন বিষয়ক প্রারম্ভিক সভা করা হয়েছে।

বুধবার পৌসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র জাবেদ রেজার সভাপতিত্বে বান্দরবান সরকারী কলেজের ভাইস প্রিন্সিপাল আবু তাহের, ইউজিপি-৩ প্রকল্প কর্মকর্তা এসডি ইয়ার ইসলাম, আবদুল হাকিম, পৌর সচিব তৌহিদুল ইসলাম, পৌর কাওন্সিলরগনসহ পৌর উন্নয়ন কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় জাবেদ রেজা বলেন, বান্দরবান পৌরসভায় ৮০% জনগণ গরিব। তাদের পানি ও স্যানিটেশন সমস্যা রয়েছে। দেশে অন্য জেলার থেকে বান্দরবানের প্রাকৃতিক ও বসবাসকারীদের অবস্থা ভিন্ন। স্থানীয়দের অবস্থানের ভিত্তিতে এখানে কাজ করতে হবে। ঢাকা খেকে যদি কর্মপরিধি ঠিক করে দেয়া হয় ঐ প্রকল্প জনগণের সেবায় আসার সম্ভাবনা খুবই কম।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন