বেকার যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে সমবায়ী ও দক্ষ যুব শক্তিতে পরিণত করা হবে : সাইমুম সরওয়ার কমল

222111

উপজেলা প্রতিনিধি, রামু :

কক্সবাজারের রামুতে সমবায়ই শক্তি ও ‘লড়বে যুব লড়বেই, সমৃদ্ধ বাংলাদেশ গড়বেই’ এই প্রতিবাদ্য নিয়ে শনিবার যৌথভাবে জাতীয় সমবায় ও যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ১১ টায় এক বিশাল শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় অংশগ্রহণ করে।

রামু উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রামু-কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন, বেকার যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ যুব শক্তিতে পরিণত করার জন্যে সরকার বহুমূখী পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, দেশের উন্নয়নে সমবায়ী ব্যবস্থা কার্যকর অবদান রাখতে সক্ষম। তাই সকল মানুষের উচিত সমবায়ী হয়ে দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা। তিনি অচীরেই ওসমান সরওয়ার মহিলা কলেজসহ ৬টি কলেজ প্রতিষ্ঠার ঘোষনা দিয়ে বলেন, আগামী তিন বছরের মধ্যে রামু কক্সবাজারের যোগযোগ, শিক্ষা, স্বাস্থ্য সেবার উন্নয়নের যুগান্তকারি পদক্ষেপ নেয়া হবে।

বক্তব্য রাখেন , মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাস্টি সুপ্ত ভূষন বড়ুয়া, সমবায় কর্মকর্তা মো. জাহাঙ্গিও হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন, জোয়ারিয়ানালা সাবেক ইউপি চেয়ারম্যান মোতাহারুল হক সিকদার, আওয়ামীলীগ নেতা নুরুল আমিন মাস্টার, রামু প্রেস ক্লাবের উপদেষ্টা দর্পণ বড়ুয়া, মানবাধিকার কমিশন রামু শাখার সাধারণ সম্পাদক সুরেশ বড়ুয়া বাঙ্গালি, উপস্থিত ছিলেন, রামু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু প্রমূখ।

সঞ্চালনায় ছিলেন যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার মো, ছৈয়দুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি এবছরের রামু উপজেলার শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে কনকার প্রধান উপদেষ্টা, ট্রাস্টি সুপ্ত ভূষন বড়ুয়াকে ক্রেষ্ট প্রদান করেন। অনুষ্ঠানে যুব উন্নয়ন সরকারী বেসরকারীবিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজ, সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক, এনজিও প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন