বেতন ভাতার দাবীতে কেপিএম এমডি অবরুদ্ধ

কাপ্তাই প্রতিনিধি:

বেতন ভাতার দাবীতে কেপিএম এর এমডিকে অবরুদ্ব করে রেখেছে শ্রমিকরা। শ্রমিক/কর্মচারীদের মধ্যে বিরাজ করছে উত্তেজনা।

জানা যায় দীর্ঘ তিন মাস যাবত শ্রমিক কর্মচারীরা বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে।

গত বছরের নভেম্বর হতে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত এ তিন মাস যাবত  মিল কতৃপক্ষ শ্রমিকদের  বেতন-ভাতা না দেওয়ার ফলে অসহায় শ্রমিক/কর্মচারীরা  তাদের ছেলে মেয়ে ও পরিবার পরিজন নিয়ে মানবতার জীবন জাপন করছে।

শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দ অভিযোগ করেন, বেতন ভাতার দাবীতে একাধীকবার মিল কর্তৃপক্ষকে বারবার বললেও তিনি কর্ণপাত না করে বেতন ভাতা বন্ধ রাখছে।

এদিকে শ্রমিক কর্মচারীরা জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা ডিসেম্বর ২০১৮ এর মধ্যে শ্রমিকদের সকল পাওনা বেতন পরিশোধ  করার জন্য বললেও মিল কর্তৃপক্ষ এ ঘোষণা কর্ণপাত না করে শ্রমিকদের উপর প্রতিনিয়ত মানষিক নির্যাতন করার অভিযোগ করেন। মঙ্গলবার(২২জানুয়ারি) বেলা ১২টা হতে মিলের তিনটি সংগঠনের নেতৃবৃন্দ ক্ষুব্ধ হয়ে কেপিএম এমডি  অফিস অবরুদ্ধ করে রাখে। এদিকে বেতন-ভাতার দাবীতে দিনভর চলে মিছিল মিটিং আলোচনা সভা। এ ব্যাপারে মিল কতৃপক্ষ ড. এম. এম এ কাদের এর সাথে কয়েক বার ফোন করেও পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, কেপিএম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন