মহালছড়িতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মহালছড়ি জোন অধিনায়ককে বরণ

10954756_816985615038624_1117778216_n

মহালছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির মহালছড়ি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মহালছড়ি জোন অধিনায়কের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় মহালছড়ি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে মহালছড়ি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন কুমার শীল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের নবাগত অধিনায়ক লে: কর্ণেল হুমায়ূন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার সেখ ফরিদ আহামেদ। এতে আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি থানা অফিসার ইনচার্জ সেমায়ূন কবির চৌধুরী, সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: জসিম উদ্দিন, মহালছড়ি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা, ইউপি সদস্য সুকুমার চাকমা প্রমূখ।

মহালছড়ি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত জোন অধিনায়ক লে: কর্নেল হুমায়ূন কবিরকে বরণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, পণ্ডিতেরা বলে গেছেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। সারা বিশ্বে যে জাতি বেশি শিক্ষিত সে জাতি ততো বেশি উন্নত। এ উক্তিকে স্বরণ রেখে সকল শিক্ষাথীকে সুশিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠার স্বপ্ন দেখার আহবান জানান বক্তারা।

বক্তারা আরো বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যাচ্ছেন। আমাদের সমাজে অতীতের কুসংষ্কারের কথা উল্লেখ করে বক্তারা বলেন, অতীতকে বাদ দিয়ে বর্তমান নারী শিক্ষায় প্রাধান্য দিয়ে এ সরকার সকল ক্ষেত্রে প্রত্যেকটি দপ্তরে নারীদের অগ্রাধিকার দিয়ে যাচ্ছেন। নারীরা এখন পিছিয়ে নেই। ছেলেদের পাশাপাশি নারীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ দেশে শিক্ষিত নারীদের ভূমিকা অপরীসীম।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন