মহালছড়িতে ভ্রাম্যমান আদালতে অবৈধ মাছ বিক্রির দায়ে এক ব্যাক্তির ২ দিনের জেল

News pic 07-07-14

নিজস্ব প্রতিনিধি, মহালছড়ি :

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা চত্বরে সোমবার ২টায় এক মৎস্য বিক্রেতাকে কাপ্তাই হ্রদ হতে অবৈধভাবে ধরা সোনালি, রুই ও তেলাপিয়া মাছ বিক্রির সময় মাছসহ আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা।

এ সময় আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর, মহালছড়ি থানার এস,আই শীষ মোহাম্মদ প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার জানান, “আটককৃত ব্যাক্তি মো: ইউনুসকে  কাপ্তাই লেক থেকে অবৈধভাবে ধরা মাছ বিক্রির অপরাধে আটক করে ২দিনের জেল সাজা দেওয়া হয়েছে। আটককৃত মাছগুলি স্থানীয় একটি এতিমখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।’’

উল্লেখ্য, কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু ও প্রাকৃতিক প্রজনন, বংশ বৃদ্ধি, মজুদ এবং ভারসাম্য রক্ষার স্বার্থে সব ধরনের মৎস্য আহরণ, পরিবহন ও বাজারজাতের ওপর ৩ মাসের জন্য বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে । ওই নিষেধাজ্ঞা অমান্য করে কাপ্তাই লেক থেকে মাছ আহরণ করে বিক্রির সময় হাতে নাতে মাছ সহ ওই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে ২ দিনের সাজা দিয়ে খাগড়াছড়ি জেলে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন