মহালছড়ি উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সেমিনার ও ওয়ার্কশপ

SAM_1213 copy

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা প্রশাসনের আয়োজন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে স্থানীয় টাউন হলে গতকাল প্রাকৃতিক/মানবসৃষ্ট দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত এক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ওয়ার্কশপে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে উপজেলার ভারপ্রাপ্ত পিআইও এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অফিসার মো. আশেকুর রহমানের সঞ্চালনায় সেমিনানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা ত্রাণ ও পুর্ণবাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুর রহিম, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেমায়ুন কবির প্রমূখ।

সেমিনার বক্তারা বলেন, মানবসৃষ্ট দুর্যোগ হিসেবে ভূমিধ্বস, নির্রীচারে বণজ সম্পদ ধ্বংশ করা, বেপরোয়া বনজ সম্পদ ও গাছ বাঁশ কেটে ফেলে পরিবেশ বিপর্র্র্র্য্য হয়ে পড়েছে। ফলে দিন দিন বন্যপ্রাণী হুমকির মূখে পরেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন