মাটিরাঙ্গার হরিণের স্থান হলো বঙ্গবন্ধু সাফারী পার্কে

Matiranga Harin News Pic-02

মাটিরাঙ্গা সংবাদদাতা :

অবশেষে খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়িতে জনতার হাতে আটক হওয়া মায়া প্রজাতির হরিণটির স্থান হলো কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরার বঙ্গবন্ধু সাফারী পার্কে। রোববার দুপুরে মাটিরাঙ্গা রেঞ্জ অফিসার মো: গোলাম রসুল ডুলাহাজরার বঙ্গবন্ধু সাফারী পার্কের পক্ষে ফরেস্টার মোহাম্মদ সানাউল্যাহ‘র কাছে হরিণটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার দুপুরের দিকে খাদ্যের সন্ধানে গভীর অরণ্য ছেড়ে লোকালয়ে চলে আসলে মায়া প্রজাতির হরিণটিকে উৎসুক জনতা আটক করে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রকে অবহিত করে। পরে স্থানীয় জনগন ও তবলছড়ি ইউনিয়ন পরিষদের সহায়তায় স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা এসআই মো: গোলাম মোরশেদ সরকার হরিনটিকে বাক্সবন্দি করে শনিবার রাতে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাইন উদ্দিন খানসহ স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে মাটিরাঙ্গা ফরেস্ট রেঞ্জ অফিসে হস্তান্তর করেন।  

বিষয়টি উর্ধ্বতন বন কর্মকর্তাদের জানালে তাদের সিদ্ধান্ত অনুযায়ী আটককৃত মায়া প্রজাতির হরিণটিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের মাধ্যমে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরার বঙ্গবন্ধু সাফারী পার্কে হস্তান্তর করা হয়।  

এসময় অন্যান্যের মধ্যে ফরেস্টার মো: মাসুদ, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া ও সাংবাদিক অন্তর মাহমুদসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন