মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যাান্টের মাধ্যমে শতভাগ নিরাপদ পানি পাবে রুমাবাসী

Engr Mujibur  Rahman picture copy

রুমা প্রতিনিধি:

রুমা উপজেলা সদরে প্রায় তিন হাজার লোকের দীর্ঘদিন দিনের চাহিদা পূরণে শতভাগ নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা এখন শুধু সময়ের ব্যপার মাত্র। প্রায় এক কোটি টাকার ব্যয়ে জেলা পরিষদের অধীনস্থ জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর বাস্তবায়নে মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যাান্ট নির্মাণের মাধ্যমে উপজেলা সদরে সরকারি ডরমেটরী, রুমা বাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় নিরাপদ পানি সরবারাহের আওতায় আনা হচ্ছে। এটি চালু হলে স্থানীয়দের মধ্যে নিরাপদ পানি অভাব দূর হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ।

জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সূত্র জানায়, বান্দরবান জেলা পরিষদের অর্থায়নে রুমা উপজেলার মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যাান্ট নির্মাণ কাজটি ভিত্তি প্রস্তর স্থাপন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। গত বছর ১২ জুন এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এরপর থেকে শুরু করা হয় মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যাান্ট নির্মাণ কাজ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারি প্রকৌশলী মোহাম্মদ মুজিবুর রহমান তার কার্যালয়ে সাংবাদিকদের জানান, বিদ্যুৎ লাইন সংযোগ দিয়ে প্রথমে ওয়াটার পাম্পের মাধ্যমে পরিষদ এলাকায় মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যাান্ট ট্যাংকিতে পানি জমাবে। এখান থেকে পাইপ লাইনের মাধ্যমে শতভাগ নিরাপদ এ পানি সরাসরি রুমা বাজার পার্শ্ববর্তীর এলাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবে।

প্রকৌশলী মুজিবুর রহমান আরো জানান, সরবরাহকৃত এ পানির লাইনে বাজারসহ অন্য কোথাও উন্মুক্ত পয়েন্ট রাখা হবে না। যেসব পরিবার পানি নিতে চান, তারা উপজেলা চেয়ারম্যান বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদনের মাধ্যমে পানি প্রাপ্তি সুবিধা নিতে পারবেন।

তিনি জানান একাজটি সম্পন্ন করতে প্রায় এককোটি টাকা ব্যয় হবে। তবে মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যাান্ট নির্মাণের কাজটি ইতোমধ্যে ৯০ শতাংশের বেশি শেষ হয়ে গেছে। আগামী ২৫ আগস্টের মধ্যে শতভাগ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রকৌশলী মুজিবু রহমান।

একাজে নিয়োজিত ঠিকাদার মোহাম্মদ হুমায়ুন কবির জানান, এখন মাত্র বিদ্যুৎ সংযোগের কাজ বাকী আছে। তবে এর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। একাজের অগ্রগতি ৯০ শতাংশের বেশি বলে উল্লেখ করেন তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন