যোগাযোগ বিছিন্ন দীঘিনালায় ভেঙ্গে যাওয়া বেইলী ব্রীজের বিকল্প রাস্তাও পাহাড়ি ঢলে বিলীন

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn2/v/1148345_574713262565469_36102017_n.jpg?oh=2fa08f687cfdd90d81eb77d5a5fee3e4&oe=52426E71&__gda__=1380137267_597ae9ede6813c50d75c34b669468594

মোঃ আল আমিন ,দীঘিনালা:

দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বড় মেরুং এলাকায় গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেইলী ব্রীজটি ভেঙ্গে জনর্দূভোগ সৃষ্টি হয়। জনগনের সুবিধার্থে ইউনিয়নের পরিষদ ও সেনবাহিনীর সহায়তায় সারাদিন কাজ করে তৈরি করে বিকল্প রাস্তা। কিন্তু ফলাফল শূণ্য । কারণ রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় পাহাড়ী ঢলে বিকল্প রাস্তাটি দুমড়ে মুচড়ে পানিতে ভাসিয়ে নিয়ে যায়। ফলে আবারও চরম জনর্দূভোগ সৃষ্টি হয়। যার ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ী ও জনগন র্দূভোগ পোহাচ্ছে।

কবে এই ভেঙ্গে যাওয়া ব্রীজ মেরামত হবে, আবার যোগাযোগ ব্যবস্থা সচল হবে , এই র্দূভোগ শেষ হবে কবে- জনগন শুধু সেই দিন গুনছে। আজ সরজমিনে গিয়ে দেখা যায়, জনর্দূভোগের চিত্র। মেরুং ইউপি চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন জানান, স্থানীয় জনগন ও সেনাবাহিনীর সহায়তায় গতকাল চংড়াছড়ি থেকে পাইপ এনে বিকল্প যানচলাচলের জন্য রাস্তা তৈরি করি। কিন্তু রাতে প্রচুর পরিমান বৃষ্টি হওয়ায় সৃষ্ট পাহাড়ী ঢলে রাস্তাটি পানিতে ভাসিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও সেনাবাহিনীর সহযোগিতায় কাঠের তৈরি সাঁকো দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন