রাঙামাটিতে তৃতীয় দিনের উদ্ধার অভিযানে সেনা সদস্যসহ তিনজনের মৃতদেহ উদ্ধার

 

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটিতে পাহাড় ধ্বসের ঘটনায় বৃহস্পতিবার তৃতীয় দিনের উদ্ধার অভিযানে সেনা সদস্যসহ তিন জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৬ জন।

দুপুরে রাঙামাটি শহরের মানিকছড়ি থেকে উদ্ধার করা হয় নিখোঁজ সেনা সদস্য সৈনকি আজিজুর রহমানের লাশ। এর আগে ভেদভেদি ও সার্কিট হাউজ এলাকা থেকে আরো দুজনের লাশ উদ্ধার করা হয়।

তৃতীয় দিনের মতো বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটির ৫টি স্থানে চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ১শ’ জনের একটি টিম ও সেনা বাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালায়।

দুপুরের পর দুটি স্থানে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস। বর্তমানে ভেদভেদি, শিমুলতলী ও ভেদভেদি নতুন পাড়ায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এ পর্যন্ত রাঙামাটিতে পাহাড় ধ্বসের ঘটনায় ১১১ জনের মৃত দেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, টানা বর্ষণের কারণে গত সোমবার রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। এতে রাঙামাটি সদর, কাউখালী, কাপ্তাই, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলায় এ পর্যন্ত ১১১জনের প্রাণহানি ঘটে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন