রাঙামাটি নির্বাচন অফিস বন্ধ থাকায় সেবাবঞ্চিত জনগণ

images

রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটি সদর উপজেলা নির্বাচন অফিসে প্রায় সময় তালা ঝুলে থাকে। অফিস বন্ধ থাকায় সেবাবঞ্চিত এলাকার জনগণ। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেছেন ভুক্তভোগী লোকজন।

সরেজমিনে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভুক্তভোগীরা জানান, বিভিন্ন প্রয়োজনে রাঙামাটি সদর উপজেলা নির্বাচন অফিসে গেলে দেখা যায় বেশিরভাগ সময়ে অফিসে তালা ঝুলে থাকে। ফলে চরম হয়রানির শিকার হচ্ছেন লোকজন। বারবার ওই উপজেলা নির্বাচন অফিসে গিয়ে কর্মকর্তা-কর্মচারী কাউকে পাওয়া যায় না।

মঙ্গলবার সকালের দিকে নির্বাচন অফিসে গিয়ে দেখা যায়, ২০-২৫জন ভুক্তভোগী মানুষ প্রায় ৪-৫ ঘণ্টা বসে থাকার পর কর্মকর্তা-কর্মচারী কেউ অফিসে যাননি। এভাবে প্রায় সময় অফিস থাকে বন্ধ।

প্রয়োজনীয় সেবা পেতে যাওয়া স্থানীয় অধিবাসী রফিকুল আলম সাজু, ওমর ফারুক, সরওয়ার হোসেন শাহিন, শফিকুল আলম, হাফেজ ওমর ফারুক ও আবু বক্কর জানান, তারা দীর্ঘক্ষণ অপেক্ষার পর অফিসে কর্মকর্তা-কর্মচারী কেউ না যাওয়ায় বাড়ি ফিরে গেছেন। এছাড়াও অন্য উপজেলা রাজস্থলী নির্বাচন অফিসের কয়েক কর্মচারী জরুরি কাজে গিয়ে ওই নির্বাচন অফিসে কাউকে পাননি। পরে ক্ষুব্ধ লোকজন স্থানীয় সংবাদকর্মীদের খবর দিয়ে রাঙামাটি সদর উপজেলা কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ফলাও অভিযোগ করেন।

এর মধ্যে শফিকুল আলম এ প্রতিবেদককে জানান, ঢাকা নির্বাচন অফিসের স্বারক নং ৪৯৩ তাং ২০/২/২০১৫ইং চিঠি পাঠানোর পরও এই অফিসে কেউ নেই। আজ সকাল ৯টা হতে বিকাল ২টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে তালা বন্ধ থাকায় আমরা সকলে অভিযোগ করতে বাধ্য হয়েছি।

আবদুল মতিন নামে এক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, আইডি হারানো বিষয়ে এই পর্যন্ত ১০বার এসেছি। মোবাইল ম্যাসেজ দিয়ে অফিসে আসতে বলে অথচ এসে দেখি তালা দেয়া।

এসব ভুক্তভোগীরা আরো বলেন, জাতীয় পরিচয়পত্রে নাম, ঠিকানা, জন্ম তারিখ ভুল, স্থানান্তরসহ নানা সমস্যা সংশোধনের জন্য নির্বাচন অফিসে গেছেন। কিন্তু দিনের পর দিন আসা-যাওয়া করেও নির্বাচন কর্মকর্তাকে পাওয়া যায়নি। এছাড়া ভুল তথ্য সংশোধনের জন্য মোটা অংকের টাকা ছাড়া কোনো কাজ করে দেয়া হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী অনেকে।

এব্যাপারে রাঙামাটি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেনকে মুঠো ফোনে বারবার কল দেয়া হলেও রিসিভ করেননি তিনি।

একই বিল্ডিংয়ে তৃতীয় তলায় জেলা নির্বাচন অফিসে গিয়ে কর্মচারীদের সূত্রে জানা গেছে উপজেলা নির্বাচন অফিস প্রায় বন্ধ থাকায় অনেক ভুক্তভোগী অভিযোগ করছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন