রামগড়ে ব্রি ধান- ৪৯’র মাঠ দিবস উদযাপন

19.11

রামগড় প্রতিনধি:
কৃষকদের ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে রামগড়ে ব্রি ধান-৪৯ সংগ্রহ উপলক্ষে মাঠ দিবস উদযাপন করা হয়েছে। নতুন উদ্ভাবিত জাত ব্রি ধান-৪৯ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে কৃষি বিভাগ মাঠ দিবসের আয়োজন করে।

আজ বুধবার বিকেলে উপজেলার বৈরাগীটিলা কালাডেবা এলাকায় ব্রি ধান -৪৯ এর জমিতে মাঠ দিবসের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরুর আগে কৃষি বিভাগের স্থাপিত প্রদর্শনী জমি থেকে ব্রি ধান-৪৯ কাটা হয়। খাগড়াছড়ি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক যুগল পদ দে প্রধান অতিথি হিসাবে কৃষকদের সাথে নিয়ে ধান কাটার উদ্বোধন করেন।

পরে রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা মো: নাছির উদ্দিন চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসের কৃষক সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক যুগল পদ দে, রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড .মু. জুলফিকার আলী ফিরোজ, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক(শস্য) আবুল কাশেম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবব্রত সরকার ও কৃষক জাফর আহমেদ।

কৃষি কর্মকর্তা নাছির উদ্দিন চৌধুরি জানান, এ বছর রামগড় উপজেলার বিভিন্ন এলাকায় ব্রি ধান -৪৯ ধানের ১৮টি প্রদর্শনী মাঠ স্থাপন করা হয়। এরমধ্যে পূর্বাঞ্চলীয় সমন্বিত কৃষি উন্নয়ন(২য় পর্যায়) প্রকল্পের অধীনে ৮টি প্রদশর্নী মাঠ দেয়া হয় কৃষকদের। তিনি জানান, বিশেষ জাত ব্রি ধান-৪৯ প্রদশর্নী মাঠে চাষ করে প্রতি হেক্টরে গড়ে ৫টন ধান উৎপাদন হয়েছে। যা সাধারণ আমন জাতের চেয়ে এক টন বেশী। অধিক ফলন ছাড়াও ব্রি ধান-৪৯’র রোগবালাই প্রতিরোধ ক্ষমতা বেশী, চাল হয় মাঝারি আকারের।

এ ছাড়া সাধারণ জাতের আমনের চেয়ে কয়েকদিন আগে ফসল তোলা যায়। আগামী আমন মৌসুমে ১৬টি কৃষি ব্লকের মাধ্যমে পুরো উপজেলায় কৃষকদের মাধ্যমে এ বিশেষ জাতের ধান চাষাবাদের পরিকল্পনা নেয়া হয়েছে। তিনি জানান, অধিক ফলনের কারণে কৃষকদের মাঝে ব্রি ধান-৪৯ চাষে বেশ উৎসাহ সৃষ্টি হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন