রামগড় স্থলবন্দর সংযোগ সড়ক চার লেনে রূপান্তরের সম্ভাব্যতা যাচাই করতে জাইকা প্রতিনিধিদলের পরিদর্শন

Ramgarh 14

নিজস্ব সংবাদদাতা, রামগড়:
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারহাট হতে রামগড় স্থলবন্দর সংযোগ সড়ক চার লেনে রুপান্তরিত করার প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে জাইকা’র একটি প্রতিনিধিদল আজ শুক্রবার সড়কটি সরেজমিনে পরিদর্শন করেছেন।

প্রতিনিধিদলটি খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কে জাইকা’র অর্থায়নে সদ্য নির্মিত দুটি ব্রিজও পরিদর্শন করেন। জাইকা’র প্রতিনিধিদলের সাথে ইস্টার্ণ বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক স্বপন কুমার নাথ ও খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসএম ফারুকও ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ ভারত দু’দেশের সরকার পর্যায়ের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী রামগড়-সাবরুম স্থলবন্দর থেকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত বারৈয়ারহাট পর্যন্ত প্রায় ৩৩ কিমি দীর্ঘ সড়কটি চার লেনে রূপান্তরিত করার পরিকল্পনা নেয়া হয়।

সূত্র জানায়, সড়কটি চার লেনে রূপান্তরের প্রকল্প বাস্তবায়নে জাইকা অর্থায়ন করতে আগ্রহ দেখিয়েছে। এর অংশ হিসাবে প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা সরেজমিনে যাচাই করেত জাইকা’র তিন সদস্যের প্রতিনিধিদলটি আজ শুক্রবার বারৈয়ারহাট রামগড় সড়কটি পরিদর্শন করেন। জাইকা’র কর্মকর্তা কানজিইসুমুতু’র নেতৃত্বে প্রতিনিধিদলটি সড়কের বিভিন্ন স্থানে অবস্থিত জরাজীর্ণ ব্রিজগুলোর অবস্থাও সরেজমিনে ঘুরে দেখেন।

এর আগে গত সেপ্টেম্বর মাসের শেষ দিকেও জাইকা’র একটি প্রতিনিধিদল সড়কটি পরিদর্শন করেন।

সওজ’র খাগড়াছড়ির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসএম ফারুক জানান, প্রস্তাবিত চার লেন সড়ক রুপান্তর প্রকল্পের পরিকল্পনায় বারৈয়ারহাট হতে রামগড় পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও এখন জালিয়াপাড়া পর্যন্ত সম্প্রসারনের চিন্তা ভাবনা করা হচ্ছে।

এদিকে প্রতিনিধিদলটি বারৈয়ারহাট-রামগড় সড়ক পরিদর্শন শেষে রামগড়- জালিয়াপাড়া সড়ক পরিদর্শন করেন। পরে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের বাইল্যাছড়ি নামক স্থানে জাইকা’র অর্থায়নে ইস্টার্ণ বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় সদ্য নির্মিত দুটি ব্রিজও পরিদর্শন করেন।

প্রতিনিধিদলের সফরসঙ্গী সওজ’র খাগড়াছড়ির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসএম ফারুক জানান, জাইকা প্রতিনিধিদল ব্রিজ দুটির নির্মাণকাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, জাইকার অর্থায়নে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের বিভিন্ন স্থানে ৭টি ব্রিজের নির্মাণ কাজ চলছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

One Reply to “রামগড় স্থলবন্দর সংযোগ সড়ক চার লেনে রূপান্তরের সম্ভাব্যতা যাচাই করতে জাইকা প্রতিনিধিদলের পরিদর্শন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন