রামুতে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ৮

রামু প্রতিনিধি:  
কক্সবাজারের রামু উপজেলার দুইটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের মধ্যদিয়ে উপজেলার রামু কলেজ ও টেক্সটাইল ভোকেশনাল ইনিস্টিটিউটে সারা দেশের ন্যায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা জানান, রামুতে মোট পরীক্ষার্থী ছিল ৪৪১ জন। তন্মধ্যে অনুপস্থিত ৮ জন। সাধারণ শাখায় ৩২৪ জন ও ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শাখায় ১০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এসব পরীক্ষার্থীদের মধ্যে ২২৯ জন ছাত্র ও ২০৪ জন ছাত্রী রয়েছে।

রামু কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল হক জানান, সুন্দর, শান্তিপূর্ণ ও নিরীবিলি পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। পরীক্ষার্থীদের অংশগ্রহণও ছিল সন্তোষজনক। এদিকে, পরীক্ষা চলাকালে বেলা ১২টার দিকে রামু কলেজ ও টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট কেন্দ্র পরিদর্শনে আসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন।   

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন