রামুতে শনিবার থেকে শুরু শিবদর্শন ও মহারামনবমী মেলা

রামু প্রতিনিধি:    
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান কক্সবাজারের রামু রামকুট তীর্থধামে রামচন্দ্রের জন্মোৎব উদযাপন শুরু হচ্ছে আগামী শনিবার। ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী শিবদর্শন ও মহারামনবমী মেলা উপলক্ষে মেলা উদযাপন পরিষদের উদ্যোগে বাসন্তী দেবীর পূজা, মহতী ধর্মসভা, চব্বিশ প্রহরব্যাপী মহোৎসব, শ্রীশ্রী রামনবমীব্রতমসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ ছাড়া ভক্তিমূলক গানের অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণ, বিভিন্ন ধর্মীয় সংগঠনের নামসংকীর্তন, ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন