রামুতে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

রামু

রামু প্রতিনিধি :

ঝকঝকে রঙ্গিন মলাট, বইয়ের ভিতরের পাতাগুলোতেও লেগেছে রংয়ের ছোঁয়া। বছরের প্রথম দিনে এমন বই পেয়ে যেন আনন্দের সীমা নেই শিশুদের। বই উৎসব ঘিরে তাই রামুর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখা গেছে শিক্ষার্থীদের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস।

১ জানুয়ারি সারাদেশের মতো রামু উপজেলায় সরকারি-বেসরকারি বিদ্যালয়গুলোতে বিতরণ করা হয়েছে বিনামূল্যের পাঠ্যপুস্তক। এ উপলক্ষ্যে বিভিন্ন মাধ্যমিক, প্রাথমিক ও কিন্ডার গার্টেন স্কুল এবং মাদ্রাসাগুলোতে আয়োজন করা হয় বই উৎসব। এতে উৎসব মুখরিত হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়

রামু উপজেলার ঐতিহ্যবাহি খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ইংরেজি নববর্ষের প্রথম দিনে ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ফরিদুল আলম চৌধুরী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুল আলম, সহকারি প্রধান শিক্ষক মো. শহীদুল্লাহ, সিনিয়র শিক্ষক সৈয়দ আহমদ, মৌলানা বখতেয়ার আহমদ, নুরুল হোসাইন, এনামুল হক, মিস মার্টিন এ, আবুল কালাম, নাজনীন আকতার মেরী প্রমূখ। এছাড়াও স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, অভিভাবক ও ছাত্রছাত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়

রামু উপজেলার ঐতিহ্যবাহি কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি নববর্ষের প্রথম দিনে ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বই উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল মনসুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম চৌধুরী সেলিম অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন। শিক্ষক জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রিয়তোষ চক্রবর্তী পিন্টু, এসএমসি’র সহ-সভাপতি নুরুল আলম, বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাজ উদ্দিন প্রমূখ।শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, পঞ্চম শ্রেণির ছাত্র মাহি।

মেরংলোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

শিক্ষাবর্ষের প্রথম দিনে রামু উপজেলার ঐতিহ্যবাহি মেরংলোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বই উৎসব ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহবুবউল করিম।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো: ছালামত উল্লাহ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলানা মোহাম্মদ তৈয়ব। সঞ্চালনা করেন সহকারি শিক্ষক হারুনুর রশিদ।

বই উৎসব ও অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন, অভিভাবক কমিটির সভাপতি ফজল করিম, সহ-সভাপতি মো. দুদু মিয়া, সদস্য এনামুল হক, শামশুল আলম, সাংবাদিক আল মাহমুদ ভূট্টো, সহকারি শিক্ষিকা কনিকা পাল, সেলিনা আকতার, জয়শ্রী বড়ুয়া, নাছিমা খানম, নাছরিন আক্তার, নাছিমা আক্তার, রিনা বড়ুয়া প্রমুখ।

বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়

শিক্ষাবর্ষের প্রথম দিনে রামু উপজেলার ঐতিহ্যবাহি বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বই উৎসব ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহবুবউল করিম।

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মংমং রাখাইনের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো: ছালামত উল্লাহ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি প্রকৌশলী মোকতার আলম হেলালী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন বড়ুয়া। সঞ্চালনা করেন সহকারি শিক্ষক পবন বড়ুয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক অনুপ্রভা রুদ্র, মালতী শীল, শুকলা বড়ুয়া, মোজাফ্ফর আহমদ, নিরুপমা বড়ুয়া, জিটু বড়ুয়া, মনিকা বড়ুয়া, রোজিনা আকতার, উম্মে সালমা সহ স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, অভিভাবক ও ছাত্রছাত্রী ।

থোয়াংগেরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়

রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াংগেরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি নববর্ষের প্রথম দিনে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে বই উৎসবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল আলিম। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল। আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুল জব্বার, সহকারি শিক্ষক আলী হোসেন, মো. ধীমান হোসেন ও মনিরুল আলম প্রমূখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন