রামুতে পথে পথে ট্রেনের হুইসেল, স্থানীয়দের মাঝে আনন্দের বন্যা

fec-image

কক্সবাজারের পর্যটন সমৃদ্ধ উপজেলা রম্যভূমি রামুতে প্রথমবারের মতো ট্রেন এসেছে। রবিবার (৫ নভেম্বর) পড়ন্ত বিকালে রামু বাইপাস সংলগ্ন রেল স্টেশনে দুপুর থেকে ট্রেন দেখতে ভীড় জমান হাজার হাজার মানুষ।

এরআগে সকাল ৯ টায় চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার রেলপথে যাত্রা শুরু করে প্রথম রেল। কেবল রামু স্টেশন নয়, রামুর পুরো রেল পথের দুধারে হাজার হাজার নারী-পুরুষ রেল দেখতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভীড় জমান।

রামু স্টেশনে পৌঁছতেই রেল দেখতে আসা মানুষের মাঝে অন্যরকম উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সরকারদলীয় সংগঠনের নেতাকর্মীর এসময় মূর্হুমূহু স্লোগান দিতে থাকে। এর আগে রেলটি রামু বাইপাস আন্ডারপাসে আধঘণ্টা পর্যন্ত অবস্থান করে।

এসময় দোহাজারী-কক্সবাজার রেলপথ প্রকল্পের কর্মকর্তা এবং বাংলাদেশ রেলওয়ের ইন্সপেকশন টিমের কর্মকর্তারা আন্ডারপাস ও রেল সড়ক পরিদর্শন করেন। পরে রামু স্টেশনে ক্ষণিকের বিরতি শেষে রেলটি কক্সবাজার আইকনিক রেল স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

জানা গেছে, দোহাজারী-কক্সবাজার রেলপথে ট্রেনের ট্রায়াল রান নয়; মূলত এই রেলপথের নির্মাণ কাজ পরিদর্শন ও কোনো ত্রুটি আছে কি না যাচাই করতে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার আসে এ রেল। আটটি বগি ও একটি ইঞ্জিন নিয়ে আসা এ রেল লাইন ঠিক আছে কিনা রেল চলতে পারবে কিনা, সেটা তাদের যাচাই করেছে। আগামী ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথ উদ্বোধন করবেন।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. মফিজুর রহমান জানিয়েছেন, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকা-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল করতে পারবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রামু, রেল পথ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন