রামুতে পুলিশের সাড়াশি অভিযানে গ্রেফতার ৬১

রামু প্রতিনিধি :
কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের হঠাৎ অভিযানে অন্তত ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে রামু থানা পুলিশের সাড়াশি অভিযানে এসব আসামীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটককৃতদের মধ্যে বিশেষ করে ডাকাতি, অপহরণ, চুরি, ছিনতাই ও ধর্ষণসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামী রয়েছে। এ সাড়াশি অভিযানে নেতৃত্ব দেন রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর।

এদের মধ্যে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার মৃত তাজর মূল্লুকের ছেলে কালু ফকির, জোয়ারিয়ানালা ইউনিয়নের হাসপাতাল পাড়া এলাকার মৃত তবালকৃষ্ণ বড়–য়ার ছেলে মিশুক বড়–য়া, কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা গণিয়াকাটা এলাকার সিকান্দরের ছেলে মোহাম্মদ আলম, নুর আহমদের ছেলে ছব্বির আহমদ, রশিদনগর ইউনিয়নের থলিয়াঘোনা এলাকার মনির আহমদের পুত্র রায়হান, খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদিঘী মৌলভীপাড়া এলাকার ছব্বির আহমদের ছেলে আনু মিয়া, ফজলুল করিমের ছেলে মনির উল্লাহ, জহির আহমদের ছেলে আব্বাস আলী, মধ্যম ধেছুয়াপালং এলাকার মৃত মোজাহের মিয়ার পুত্র মনজুর আলম, রশিদ নগর ইউনিয়নের জেটিরাস্তা এলাকার নজির আহমদের ছেলে ইছহাক মিয়া, জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি এলাকার নুর আহমদের ছেলে সাহাব উদ্দিন ওরফে বাবুলসহ অন্তত ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বিষয়টি নিশ্চত করে জানান, পুলিশের নিয়মিত কাজের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন